ইসলামিক উক্তি ও উপদেশ মূলক কথা
পড়ার সময় নেই ভিডিও দেখুনঃ
পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পযর্ন্ত হাশরের মাঠে কেউ এক পা-ও সম্মুখে অগ্রসর হতে পারবে না
(১)জীবনের দিনগুলো সে কি কাজে ব্যয় করেছে
(২) সে তারযৌবন কি কাজে ব্যয় করেছে
(৩) সে তার ধন-সমপদ কোন পন্থায় উপার্জন করেছে
(৪) সে তার উপার্জিত অর্থ কোন পথে ব্যয় করেছে
(৫) অর্জিত এলেম অনুযায়ীকতটুকু আমল করেছে।(বোখারী)
(২) সে তারযৌবন কি কাজে ব্যয় করেছে
(৩) সে তার ধন-সমপদ কোন পন্থায় উপার্জন করেছে
(৪) সে তার উপার্জিত অর্থ কোন পথে ব্যয় করেছে
(৫) অর্জিত এলেম অনুযায়ীকতটুকু আমল করেছে।(বোখারী)
১/পৃথিবীটা লবণাক্ত পানির মত। যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে।(আরবী প্রবাদ)
২/মানুষের উপর এমন একটা সময় আসবে যখন তারধর্মের ওপর প্রতিষ্টিত থাকাটা জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখার মতো কঠিন হবে। -(তিরমিযী শরীফ)
৩/পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পযর্ন্ত হাশরের মাঠে কেউ এক পা-ও সম্মুখে অগ্রসর হতে পারবে না
(১)জীবনের দিনগুলো সে কি কাজে ব্যয় করেছে
(২) সে তারযৌবন কি কাজে ব্যয় করেছে
(৩) সে তার ধন-সমপদ কোন পন্থায় উপার্জন করেছে
(৪) সে তার উপার্জিত অর্থ কোন পথে ব্যয় করেছে
(৫) অর্জিত এলেম অনুযায়ীকতটুকু আমল করেছে।(বোখারী)
(২) সে তারযৌবন কি কাজে ব্যয় করেছে
(৩) সে তার ধন-সমপদ কোন পন্থায় উপার্জন করেছে
(৪) সে তার উপার্জিত অর্থ কোন পথে ব্যয় করেছে
(৫) অর্জিত এলেম অনুযায়ীকতটুকু আমল করেছে।(বোখারী)
৪/কোন ব্যভিচার ব্যতিত সত্রীদের তালাক দিও না।কেননা, যে সব নরনারী (বিয়ে করে) কেবল মজা লুটারজন্য, আল্লাহ তাদের পছন্দ করেন না।(আল হাদিস)
আরো পড়ুন.....
৫/অন্যের নিকট হাত পাতার ফলে মানুষের সর্বোত্তম সম্পদ বিনষ্ট হয়ে যায়, সে হচ্ছে আত্মমর্যাদাবোদ।___হযরত আলী(রাঃ)
৬/কৃপন কোনদিন ধন সম্পদের মালিক হতে পারে না বরং ধনস ম্পদই কৃপনের মালিক হইয়া বসে । ___ইয়াহইয়াবারমকি
৭/দুনিয়াকে যে যত বেশী চিনেছে, সে এর দিক থেকে তত বেশী নিস্পৃহ হয়েছে । ___হযরত ওসমান(রাঃ)
সবচেয়ে গরীব সেই ব্যক্তি, যে বিদ্যা থেকে বঞ্চিত ।___হযরত মুয়াবিয়া(রাঃ)
ইসলামিক উপদেশ
৮/অসৎ লোকের ধন-দৌলত পৃথিবীতে সৃষ্টি জীবের বিপদ-আপদের কারণ হয়ে দাড়ায় । ___হযরত আলী(রাঃ)
৯কোন ব্যক্তি সে পযর্ন্ত মৃত্যুবরণ করবে না, যে পযর্ন্ত নাতার ভাগ্যে লিখিত শেষ খাদ্যকণা টুকু আহার না করে। –আল হাদীস
১০/ব্যক্তি বিশেষের একটি আচরণ দেখেই তার প্রতিআকৃষ্ট হয়ো না, তার অন্যান্য আচরণ সম্পর্কেও খোঁজ-খবর নিও। ___হযরত আলী(রাঃ)
১১/গোপনে দান-খয়রাত আল্লাহর ক্রোধকে নিবারণ করে।বান্দা গোপনে কোন কাজ করলে আল্লাহ তা গুপ্তখাতায় লিখে রাখেন।
পরে বান্দা যদি তা প্রকাশ করে, তবে আল্লাহ তাকে গোপন খাতা থেকে মুছে প্রকাশ্য খাতায়লিখেন।
তারপর বান্দা যদি
তার সে কাজের কথা আরও প্রকাশ করে,
তারপর বান্দা যদি
তার সে কাজের কথা আরও প্রকাশ করে,
আল্লাহ তার নাম প্রকাশ্য খাতা থেকে মুছে
রিয়ার(লোকদেখানো)খাতায় লিখে দেন।(আল হাদিস)
রিয়ার(লোকদেখানো)খাতায় লিখে দেন।(আল হাদিস)
১২/নিজের বোঝা যত কমই হোক তা অন্যের উপর চাপাতে চেষ্টা করোনা। ___হযরত ওসমান(রাঃ)
✎ আমি ততক্ষণ পযর্ন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পযর্ন্ত আমারউম্মতের একটি লোকও জাহান্নামে থাকবে। আল্লাহতা’আলা আমার উম্মত সম্পর্কে আর সুপারিশ গ্রহনকরবেন এবং শেষ পযর্ন্ত জিজ্ঞাসা করবেন, হে মোহাম্মদ !এখন কি আপনি সন্তুষ্ট হয়েছেন ? আমি বলব, হে প্রভু !আমি সন্তুষ্ট। ___আল হাদীস
✎ বছরান্তেও যে ব্যক্তি কোন দুঃখ-বেদনার সম্মুখীন হয়না, তার উচিৎ ভেবে দেখা যে, আল্লাহ পাক তার প্রতিঅসন্তুষ্ট নয়তো? ___হযরত আলী(রাঃ)
✎ যে নিজেকে চিনিতে পারিয়াছে সে আল্লাহতায়ালাকেচিনিতে পারিয়াছে । ___আল হাদীস
✎ অনেক লোকই দিনে অন্তত পাঁচবার মুখ ধোয়, কিন্তুপাঁচ বছরেও একবার অন্তর ধোয়ার কথা চিন্তা করেনা।___ইবরাহিম আদহাম
✎ নীচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য ।___হযরত আলী(রাঃ)
✎ শক্তির দ্বারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষনস্থায়ী, আর ভালবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয় তাইচিরস্হায়ী থাকে। ___ইবনে জরীর
✎ আকাংখাকে দীর্ঘ করার অর্থ নিজ হাতে চরিত্র বিনষ্টকরা । ___হযরত আলী(রাঃ)
✎ ইসলামের সেবা এবং আল্লাহর আদেশকেআগামীদিনের জন্য স্থগিত রেখো না । ___হযরতআবুবকর (রাঃ)
✎ আত্মপ্রশংসাকারীর মতো আহমক নেই, আর বিদ্যারমতো পথ প্রদর্শক নেই । ___হযরত আলী (রাঃ)
✎ শান্তির সাথে জীবন যাপন করার পরও যে ব্যক্তিরআকাঙ্খা মিটে না, তার পক্ষে তৃপ্ত হওয়া সম্ভব না।___হযরত ওসমান(রাঃ)
✎ জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর। এতেতোমার চলার পথ যেন থেমে না যায়। বরং পাথরগুলোকুড়িয়ে তৈরি কর সাফল্যের সিঁড়ি।(আরবী প্রবাদ)
✎ ঈমান এবং হিংসা এক সঙ্গে একই অন্তরে থাকতেপারে না। – আল হাদীস
✎ অক্ষমের সর্বশেষ অস্ত্র পরনিন্দা । ___হযরতআলী(রাঃ)
✎ "আমি বৃষ্টিগর্ভ বায়ুকে চালিত করে আকাশের কছেনিয়ে যাই, অত:পর আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপরতোমাদের তা পান করাই। বস্তুত তোমাদের কাছে এরভান্ডার নেই" ___ সূরা হিজর:২২
✎ তোমরা মৃত্যু সম্পর্কে যেমন জান পশু-পাখিরা যদিতদ্রুপ জানতে পারত, তবে মানুষেরা কখনও মোটাতাজাপশু-পাখির মাংস ভক্ষণ করতে পারতে না।(আল হাদিস)
✎ ফেরেশতারা মেঘমালা পযর্ন্ত অবতরণ করে এবংসেখানে তারা আল্লাহর নির্দেশসমূহ বাস্তবায়ন করাসম্পর্কে পরস্পর আলোচনা করে। শয়তানরা এখান থেকেগোপনে এগুলো শুনে অতীন্দ্রিয়বাদীদের কাছে পৌছে দেয়এবং তাতে নিজেদের পক্ষ থেকে কাঁড়িকাঁড়ি মিথ্যা ঢুকিয়েদেয়। - (বোখারী)
✎ "সত্য প্রত্যাখানকারীরা কি ভেবে দেখে না যে,আকাশমন্ডলি ও পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে;অত:পর আমি উভয়কে পৃথক করে দিলাম"(আম্বিয়া:৩০)।
✎ তিনিই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন সাত আসমান এবংপৃথিবী সেই একই পরিমানে"।(সূরা তারেক:১২)
✎ যে ব্যক্তি লজ্জা-শরমের বাঁধন ছুড়ে ফেলেছে, তারগীবত হবে না।(আল হাদিস)
✎ সৃষ্টি জগতের সকল মানুষই আল্লাহর পরিজন স্বরূপ।তাই আল্লাহর নিকট সেই ব্যক্তি সর্বাধিক প্রিয় যে তাঁরপরিজনদের নিকট অধিক প্রিয়। -(আল হাদীস)
✎ কেয়ামতের পূর্বে মানুষ যে সব বিপদের সম্মুখীন হবে,তার মধ্যে দাজ্জালের আবির্ভাব সবচেয়ে বড়। –(মুসলিমশরীফ)
✎ আল্লাহর নিকট কল্যাণ ও বরকত লাভের নিমিত্তেপ্রার্থনা না করা দুর্ভাগ্যের লক্ষণ। -(আল হাদীস)
✎ জ্বর-জ্বালা জাহান্নামের উত্তাপের আঁচস্বরূপ। যেমুসলমান দুনিয়াতে জ্বরের তাপ ভোগ করেছে তাহাকেদোযখের উত্তাপ ভোগ করতে হবে না।(আল হাদিস)
✎ কারো প্রতি ভালবাসায় অন্ধ হওয়া এবং মতবিরোধহলেই যা-তা সমালোচনা করা নিজের হাতে ঈমান ধ্বংসকরার আলামত। ___হযরত আলী(রাঃ)
✎ কোরআন এমন একটি জানালা, যা দ্বারা আমরাপরবর্তী দুনিয়ার দৃশ্য দেখিটে পাই। ___ইবনে হাম্বল
✎ আমল বিহীন এলেম অনেক সময় উপকারী হতে পারেকিন্তু এলেম বিহীন আমল কখনও উপকারী হয় বলে আমার জানা নেই। ___হযরত ওসমান(রাঃ)
✎ মোমেন বান্দার মৃত্যুর পর কবরস্থান নিজেকে সেইমোমেনের জন্য সজ্জিত করে এবং কবরস্থানের প্রতিটিঅংশই চায় যে তার মধ্যে সেই বান্দাকে দাফন করা হউক।-আল হাদীস
✎ কেয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে তার স্বাস্থ্য সম্পর্কেপ্রশ্ন করা হবে। বলা হবে: আমি কি তোমাকে সুস্বাস্থ্যপ্রদান করিনি, আমি কি তোমাকে ঠান্ডা পানি পান করতেদেইনি ? (তিরমিযী)
✎ কোরআন এমন একটি জানালা, যা দ্বারা আমরাপরবর্তী দুনিয়ার দৃশ্য দেখিটে পাই। ___ইবনে হাম্বল
✎ আমল বিহীন এলেম অনেক সময় উপকারী হতে পারেকিন্তু এলেম বিহীন আমল কখনও উপকারী হয় বলে আমার জানা নেই। ___হযরত ওসমান(রাঃ)
✎ মোমেন বান্দার মৃত্যুর পর কবরস্থান নিজেকে সেইমোমেনের জন্য সজ্জিত করে এবং কবরস্থানের প্রতিটিঅংশই চায় যে তার মধ্যে সেই বান্দাকে দাফন করা হউক।-আল হাদীস
✎ ছোটদের সঙ্গে সন্তানের ন্যায়, বড়দের সঙ্গে পিতারন্যায় এবং সমবয়স্কদের সঙ্গে ভাই এর ন্যায় আচরন করারনামই ন্যায়বিচার । ___ইমাম জাফর সাদেক
✎ ঈমান এবং হিংসা এক সঙ্গে একই অন্তরে থাকতে পারেনা। ___আল হাদীস
✎ পরশ্রীকাতর ও লোভী ব্যক্তি কখনো শান্তি পায় না।___রাবেয়া বসরী
✎ সততা এবং ন্যায়পরায়নতা আল্লাহর রাহে কুরবানিকরার চাইতেও অনেক বেশী পুন্যের কাজ । ___হযরতসোলায়মান(আঃ)
✎ জালেমকে ক্ষমা করা মজলুমের উপর জুলুম করারসামিল । ___হযরত ওমর(রাঃ)











0 Comments
কেমন লাগল দয়া করে জানাবেন