বিখ্যাত ব্যাক্তিদের মহান ২০টি বাণী বদলে দিবে আপনার জীবন

বিখ্যাত ব্যাক্তিদের উক্তি 


উক্তি মূলক কথা   সব গুলোই উপদেশ মূলক  তাই সময় করে বাণী গুলো পড়ুন।
#উক্তি ০১
নতুন পথে যাত্রার প্রারম্ভে এমন কারো উপদেশ গ্রহণ করোনা, যে কোনদিন ঘরের বাইরে পদার্পণ করেনি


এই হচ্ছে পথএবং তোমার একার। অন্যেরা হয়ত তোমার সঙ্গে হাঁটবে। কিন্তু কেউই তোমার জন্য হাঁটবে না।


আগে তুমি হাটতে শুরু কর ,তাহলে দেখবা পথ আপনাআপনি তৈরি হয়ে গেছে।


যারা তোমাকে পছন্দ করে না তাদের কে নিয়ে কখনও ভাবতে যেয়েও না ,তাদের নিয়েই সব সময় আনন্দের সাগরে ডুবে থাকো যারা তোমায় পছন্দ করে।


আমি পাখির মত মুক্ত কণ্ঠে গান গাইতে চাই ,আমার এটা ভাবার কোন দরকার নাই যে এটা শুনতে কেমন লাগবে এবং অপরে আমাকে নিয়ে কি ভাববে।


বিদায় শব্দটা তাদের জন্য খাটে যারা কেবল চোখ দিয়ে মানুষকে ভালবাসে।কিন্তু যারা অন্তর আত্মা দিয়ে মানুষকে ভালোবাসে তাদের বেলায় বিদায় বলে কোন শব্দ নেই।


তোমার কারো দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর কোন দরকার নাই,নিজের ভিতরে ভ্রমন করো ,মনের মনি-মুক্তর কোঠায় প্রবেশ করো এবং নিজের আত্মার স্বর্গীয় আলোতে স্নান করো!”


সুন্দর উত্তম দিন তোমার কাছে আসবেনা; বরং তোমারই এমন দিনের প্রতি অগ্রসর হওয়া উচিত।
তোমায় যা দেয়া হয়েছে মৃত্যু তা কেড়ে নেবার আগেই, তোমার যা দেয়ার আছে; দান কর।


হয়তো বা তুমি শাখা -প্রশাখায় এমন জিনিসের সন্ধান করছো যার প্রাপ্তি কেবল শেকড়েই মেলে।


গতকাল আমি চতুর ছিলাম। তাই, আমি পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী। তাই, নিজেকে বদলে ফেলতে চাই।


দিপ্তীমান মোমবাতির মত হওয়া মোটেও সহজ নয়! অন্যকে আলোকিত করতে চাইলে সর্বপ্রথম নিজেকে আগুনে পুড়ে শুদ্ধ হতে হয়।


সবশেষে আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ ভোগ করবো, কিন্তু জীবনে চলার পথে সাবধান থাকবে, যেন কোন মানুষের হৃদয়ে আঘাত না করো।


কলসি ছিল, কিন্তু তুমি পানি পাও নি।আর এখন পানি পেয়েছ ঠিকই কিন্তু তোমার কলসি টা ভেঙ্গে গেছে।এমন দুনিয়ার প্রতি মগ্ন হওয়া কি বুদ্ধিমানের কাজ???”


সারা বিশ্বব্যাপী, ব্যাপকভাবে বিভিন্ন ভাষায় অনুদিত পারস্যের কবি মাওলানা জালালউদ্দিন মুহাম্মদ রুমিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় কবি হিসেবে ধরা হয়


0 Comments

কেমন লাগল দয়া করে জানাবেন