জীবনকে পাল্টে দেওয়ার মত ১৮টি উপদেশ
উপদেশ ১
বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷
কালি ফুরিয়ে গেলে কলমটাও
আবর্জনার ঝুড়িতে জমা হয়।
বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও
পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।
উপদেশ ২
সময় ফুরিয়ে গেলে মূল্য কমতে থাকে
সবার, সবকিছুর।
মানুষ একটা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও
মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে।
বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷
উপদেশ ৩
আপনি কারো জন্য কিছু করে থাকলে
সেটা চিরতরে ভুলে যান।
কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন
ততদিন সেটা আপনাকে
অহংকারী করে তুলবে।
উপদেশ ৪
যদি আপনি জীবনে বার বার
আঘাত পেতে থাকেন তবে,
তার জন্য নিজেকে দোষী ভাববেন না।
কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন,
‘যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি,
সেই গাছটিতেই সবচেয়ে বেশি বার
পাথর ছুড়ে মারা হয়।
উপদেশ ৫
জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো,
কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন,
সেটা নির্ভর করবে আপনার কার জন্য কতদিন
কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।
উপদেশ ৬
জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম।
যে পরীক্ষায় প্রত্যেকের জন্য
প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন।
তাই অন্য কাউকে অন্ধভাবে
নকল করতে গেলে পরীক্ষায়
ফেইল করাটা স্বাভাবিক।
উপদেশ ৭
পরের প্রশংসা পেতে হলে,
অপরকে প্রশংসা করতে হয়।
শেষবারের মতো আরেকবার
চেষ্টা করে দেখি -পৃথিবীতে
এই চিন্তাটাই অনেক
সফল মানুষের জন্ম দিয়েছে।
উপদেশ ৮
ভাগ্য তোমার হাতে নেই,
কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ।
ভাগ্য সিদ্ধান্ত নেয় না,
কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে
ভাগ্য এনে দিতে পারে ৷
উপদেশ ৯
জীবনটা খুবই সাধারণ,
তুমি তাই পাবে যা তুমি দিবে।
সম্মান চাও,তবে সম্মান দাও।
মনোযোগ প্রত্যাশা করলে,
আগে মনোযোগী হও।
ভালোবাসা চাও তো ভালোবাসা দাও।
উপদেশ ১০
অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে
সময় নষ্ট না করে বরং,
নিজেকে উপযোগী করে তোল
যাতে অন্যেরা,
তোমার অটোগ্রাফ সংগ্রহ করে ।
সূর্যের মতো দীপ্তিমান হতে হলে
প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে ।
উপদেশ ১১
অতীত তোমাকে কষ্ট দিবে,
ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে,
আর বর্তমান সবসময়ই তোমার সাথে থাকবে।
তাই সবসময় বর্তমান নিয়েই ভাবো ।
(হুমায়ূন আহমেদ) ।
উপদেশ ১২
মনের মানুষের কাছে
বেশি আবেগ প্রকাশ করতে যেওনা।
কেননা, সে তোমার
এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে।
কে তোমার সব চেয়ে ভাল বন্ধু
সেটা তখনই বুঝবে,
যখন তোমার কাউকে খুব প্রয়োজন হবে !!!
উপদেশ ১৩
কারো সুখের জন্য ভালো পেনসিল
না হতে পারো। কিন্তু ভালো রাবার হও,
তার দুঃখ মুছার জন্য।
মানুষ মানুষের জন্য,
মানুষকে ভেবোনা বাজারের পন্য,
হয়তো ভুল করে সে তোমায় বেসেছে ভালো,
তাই বলে তুমি নিভিয়ে দিওনা,
তার জীবনের আলো.
উপদেশ ১৪
তুমি দেখতে সুন্দর বলে,
অন্যকে ঘৃনা করোনা কখনো ।
কারন, তুমি যার হাতে সৃষ্টি,
সে তার হাতে সৃষ্টি ।
কখনো নিজের সোন্দর্য নিয়ে
অহংকার করোনা
উপদেশ ১৫
নিজেকে খুব বেশী
চালাক ভাবতে যেওনা ।
ভুলে যেওনা- নিঃশব্দে পথ চলার ক্ষমতা
তোমার থাকলে,
অন্য কেউ হাওয়ায়
উড়ে চলার ক্ষমতা রাখে।
উপদেশ ১৬
মনের মানুষেরকাছে
বেশি আবেগ প্রকাশকরতে যেওনা।
কেননা,সে তোমার এই
দুর্বলতারসুযোগ নিয়ে কষ্টদিতে পারে।
উপদেশ ১৭
বোকা মানুষ গুলো হয়তো
অন্যকে বিরক্ত করতে জানে।
কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না।




0 Comments
কেমন লাগল দয়া করে জানাবেন